arteducation

Water colour Art Camp

 Water colour Art Camp



" জল রং শিবির "

স্থান - ট্যাংরাচর নদীর ধার 
তারিখ - ১৮/০২/২০২৩ শনিবার
সময় - সকাল ১০ঃ০০ টা থেকে বিকাল ৪ঃ০০ টা


প্রবেশ মূল্য ঃ ₹ - ১০০/-


বহিরঙ্গন অধ্যয়নের সময়সূচী - 

সকাল ১০ টা থেকে শুভারম্ভ।।
সকাল ১০ঃ১০ টা থেকে বহিরঙ্গন অধ্যয়ন উপাদানের আলোচনা।।
সকাল ১০ঃ৩০ টা থেকে বহিরঙ্গন অধ্যয়ন।।

১২ঃ৩০ টায় মধ্যাহ্নভোজ।। 
দুপুর ১ঃ৩০ টা থেকে পুনরায় অধ্যয়ন।।
দুপুর ৩ঃ০০ টা থেকে প্রদর্শন অধ্যয়ন শিবির প্রাঙ্গনে।।  


ছাত্র-ছাত্রীদের যা সাথে আনতে হবে?  
তা হল-

১. জলরং
২. প্যালেট
৩. জল রাখার পাত্র
৪. তুলি
৫. পেন্সিল
৬. কার্টিস পেপার
৭. ১/২ ইঞ্চি সেলো টেপ
৮. আঁকার বোর্ড
৯. বসার আসন
১০. ছাতা
১১. খাওয়ার জলের বোতল

আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ৭০০১১৯১৫২৭ নম্বরে। 























Post a Comment

Previous Post Next Post