খিচুড়ি
হাঁস ছিল, সজারু,( ব্যাকরণ মানি না),
হয়ে গেল' হাসজারু' কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে -- "বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি'।"
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা--
বোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচালঙ্কা ?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে ,ধড়ে মুড়ো সন্ধি!
জিরাফের সাধ নাই মাঠ ঘাটে ঘুড়িতে,
ফড়িঙের ঢং ধরি সেও চাই উড়িতে।
গরু বলে, " আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?"
হাতিমি'র দশা দেখে-- তিমি ভাবে জলে যাই,
হাতি বলে , "এই বেলা জঙ্গলে চলো ভাই।"
সিংহের শিং নেই ,এই তার কষ্ট-
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।
Tags:
Bengali rhymes