arteducation

Miniature Painting ( মিনিয়েচার পেইন্টিং )

  Miniature Painting ( মিনিয়েচার পেইন্টিং )

 by Prabir Rupray 


মিনিয়েচার হল ক্ষুদ্র চিত্র বা ছবিকে বলা হয় মিনিয়েচার পেইন্টিং । একটি আলোকিত পান্ডু লিপি সাজাতে ব্যবহূত একটি ছোট চিত্র। মিনিয়েচার চিত্র সমৃদ্ধি লাভ করে ১৬শ শতাব্দির শেষ থেকে ১৯শ শতাব্দির মাঝামাঝি সময় পর্যন্ত। মিনিয়েচার চিত্রর বিশেষ বৈশিষ্ট্য হল - ২৫" ইঞ্চির থেকে বড় হয় না এই চিত্র।

এই পেইন্টিং গুলির অসামান্য বৈশিষ্ট্য গুলির মধ্যে একটি হল জটিল ব্রাস ওয়ার্ক যা তাদের অনন্য পরিচয়ের অবদান রাখে ।

পেইন্টিং গুলিতে যে রঙ গুলি ব্যবহুত হয়েছে তা বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে উদ্ভুত হয়েছে ।
যেমন - শাকসবজি, নীল, মূল্যবান পাথর, সোনা এবং রূপা ।

যেখানে সারা বিশ্বের শিল্পীরা তাদের ছবির মাধ্যমে তাদের নিজ নিজ থিম প্রকাশ করে। ভারতের ক্ষুদ্র চিত্র গুলিতে ব্যভুত সবচেয়ে সাধারন থিমটি রাগ বা বাদ্যযন্ত্রের নোটগুলির একটি প্যার্টন এবং ধর্মীয় ও পৌরানিক গল্প নিয়ে গঠিত । 

এই পেইন্টিং গুলি খুব ছোট স্কেলে বিশেষ করে বই বা অ্যালবাmerম জন্য তৈরি করা হয়।

কাগজ ও কাপড়ের উপর এই পেইন্টিং করা হত। 

বাংলার পালরা ভারতের ক্ষুদ্র চিত্রকলার পথিকৃৎ হিসেবে বিবেচিত হয়। কিন্তু মুঘল শাসনামলে শিল্পকলার শীর্ষে পৌঁছে ছিল। কিষানগড়, বুন্দি, জয়পুর, মেওয়ার এবং মারওয়ার সহ বিভিন্ন রাজস্থানীয় চিত্র শিল্পের শিল্পীরা ক্ষুদ্র চিত্রের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যায়।। 

ভারতের মিনিয়েচার পেইন্টিং গুলি হল - 

১। প্রাথমিক ক্ষুদ্র চিত্রকলা  ( Early Miniature Painting
(ক) পাল চিত্রকলা ( Pala School of Painting )
(খ) পাল চিত্রকলা ( Apabhramsa School of Art )


২। প্রাথমিক ক্ষুদ্র চিত্রকলা  ( Early Miniature Painting ) 





Post a Comment

Previous Post Next Post