তালপাতার সিপাই
সুখলতা রাও
তালপাতার এক সিপাই ছিল
বলছি শোন গল্প,
হাত পা ছিল পাতার কাঠি
ওজন ছিল অল্প।
ঠেলা দিলে উল্টে পড়ে
এমনি পালোয়ান রে।
চলতে গিয়ে কাঁপতে থাকে
এমনি সে জোয়ান রে।
Tags:
Bengali rhymes
তালপাতার সিপাই
সুখলতা রাও
তালপাতার এক সিপাই ছিল
বলছি শোন গল্প,
হাত পা ছিল পাতার কাঠি
ওজন ছিল অল্প।
ঠেলা দিলে উল্টে পড়ে
এমনি পালোয়ান রে।
চলতে গিয়ে কাঁপতে থাকে
এমনি সে জোয়ান রে।