পাতাল রেল
কালিদাস ভদ্র
গুম গুমা গুম বাজনা বাজে
চলছে ছুটে রেল,
পাতাল রেল পাতাল রেল
মাটির নিচে খেলা!
বন পাহাড় আকাশ নদী
দেয় না হামা পায়
পা ছড়িয়ে লোহার লাইন
একলা বসে গায়।
Tags:
Bengali rhymes
পাতাল রেল
কালিদাস ভদ্র
গুম গুমা গুম বাজনা বাজে
চলছে ছুটে রেল,
পাতাল রেল পাতাল রেল
মাটির নিচে খেলা!
বন পাহাড় আকাশ নদী
দেয় না হামা পায়
পা ছড়িয়ে লোহার লাইন
একলা বসে গায়।