arteducation

দারিদ্র্য

 দারিদ্র্য


কাজী নজরুল ইসলাম


হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। 

তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান 

কন্টক-মুকুট শোভা। দিয়াছ, তাপস, 

অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;

 উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,

 বীণা মোর শাপে তব হ'ল তরবার!

 দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,

 অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,

 অকালে শুকালে মোর রূপ রস প্রাণ! 

শীর্ণ করপুট ভরি' সুন্দরের দান

 যতবার নিতে যাই-হে বুভুক্ষু তুমি

 অগ্রে আসি' কর পান! শূন্য মরুভূমি

 হেরি মম কল্পলোক। আমার নয়ন

 আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ!


বেদনা-হলুদ-বৃন্ত কামনা আমার

 শেফালির মত শুভ্র সুরভি-বিখার

 বিকশিত উঠিতে চাহে, তুমি হে নির্মম,

Post a Comment

Previous Post Next Post