arteducation

মা - হারা

 মা - হারা 

বাগানে অনেক ফল গাছ। ফল খেতে কত পাখি আসে ,কাঠবিড়াল ও আসে। এক দিন একটা ছানা কাঠবিড়াল ঘরের ভিতর চলে এলো।‌রানু আর মিনু তোয়ালে চাপা দিয়ে তাকে ধরল।ছানাটার পায়ে দড়ি বেঁধে ওরা তাকে রুটি,কলা, কিসমিস খেতে ছিল। বলল- 'ওকে আমরা পুষবো।'


বাইরে ছানার মা 'কিচির - কিচ -কিচির- কিচ' করে ছানাকে খুঁজছে।ছানাও ঘর থেকে বলছে,'কিচ কিচ কিচ' ডাক শুনে মা জানালার কাছে এলো, দেখল ছানা রয়েছে।ভয়ে সে ঘরে ঢুকলো না।


রানু বলল ,'চল আমরা  বাইরে গিয়ে আড়াল থেকে দেখি  ওরা কি করেন।' তখন কাঠবেড়াল - মা ছানার কাছে ছুটে এল । পিছনের পায়ে খাড়া হয়ে বসে, সামনের  দুই পা দিয়ে ছানাকে তুলে নিল। তারপর কত আদর করল। ঠিক যেমন রানু মেনুর মা ওদের আদর করেন। 


দেখে  ওদের ভারী মায়া হল । ওরা দড়ি খুলে দিল। মা আর ছানা নাচতে নাচতে চলে গেল ।

      রানু  - মিনু বলল  - 'আবার এসো!'

Post a Comment

Previous Post Next Post