সুখী আর দুঃখী
দুটো টিয়া পাখির ছানা- বাসা থেকে পড়ে গিয়ে একটার খুব লেগেছে ।বিনা গাছ তলা থেকে তাদের তুলে আনলো।নিজে খেতে পারে না,বিনার মা জল দিয়ে ছাতু মেখে,ছোট্ট ছোট্ট গুলি পাকিয়ে,তাদের হা করিয়ে খাইয়ে দিলেন।
এখন ছানারা বড় হয়েছে - কথা বলতে, ।শিষ দিতে শিখেছে। একটা মোটাসোটা,তার নাম সুখী।অন্যটা রোগা,কানা, ডানা- ভাঙ্গা - তার নাম দুঃখী।
সকাল হলেই তারা ডাকে-' বিনু- মা ,ও - ও - ও বিনু - মা!'অমনি বিনা ছোলা নিয়ে ছুটে যায়।দাঁড়িয়ে বসে দুই পাখি ভেজা - ছোলা খুঁটে খায়,বিনার ভারী ভালো লাগে দেখতে!
পাশের বাড়ির হলদে বিড়ালটাও রোজ তাকিয়ে দেখে,আর ভাবে 'একবার ধরতে পারলে হয়।' নাম তার 'সোনালী ।'
একদিন সোনালী বিনুদের বাড়িতে এসে এক লাফে দুঃখীর লেজ ধরে ফেলল!অমনি সুখী দাঁড় থেকে ঝুলে পড়ে তার খান কামড়িয়ে ধরল - 'ক্যাঁ - ক্যাঁ,ঝট্-পট্,ফ্যাঁস্-ফ্যাঁস্, ম্যাও- ম্যাও' - বিষম ব্যাপার!
পট্পট্ পালক ছিঁড়লো,ঝর ঝর রক্ত ঝরলো, পালক মুখে নিয়ে সোনালী পালাল - তার কানের ডগাটা সুখের মুখে রয়ে গেলে!!