স্যান্টা ক্লস
নোটন-'জানো দাদু,কাল তো বড়দিন।আজ রাতে নেলী আর টমি ওদের মজাগুলো খাটে ঝুলিয়ে রাখবে আর স্যান্টা ক্লস এসে তাতে খেলনা ,পুতুল, ট্রফি- চকোলেট ভরে দিয়ে যাবে!'
ছোটন- স্যান্টা কেন আমাদের বাড়ি আসে না দাদু ?আমাদের খেলনা দেয় না কেন?'
দাদু-'কেন আসবে? তোমরা তো তাকে ডাকো না,মজা ঝুলিয়ে রাখো না তো?'সে রাতে নোটন ছোটন তাদের মজা ঝুলিয়ে রাখল,স্যান্টা আসবে তো?'-ভাবতে ভাবতে তারা ঘুমিয়ে পড়ল।দুপুর রাতে চমকিয়ে উঠলো-এসেছে!এসেছে!!মিটমিটে আলোয় দেখল ঠিক যেমন বইয়ে ছবি থাকে-লাল পোশাক,সাদা দাড়িগোঁফ,গোলগাল বুড়ো মজার মধ্যে কি ভরছে!
অবাক হয়ে ওর দেখছে,হঠাৎ 'হ্যাঁ-চ্চো!'হ্যাঁ-চ্চো! ফ্যাঁচ-ফ্যাঁচ-ফ্যাঁচ!'আরে!এ-হাঁচি যে খুব চেনা হাঁচি!তড়াক করে উঠে দুজনে স্যান্টাকে ধরে ফেলল,এক টানে উড়ে গেল লাল-টুপি আর সাদা দাড়িগোঁফ,বেরিয়ে পড়ল দাদুর টাক মাথা আর ফোকলা মুখ!তখন কেবল হা-হা-হা-হা-হা , হো -হো - হো- হো- হো, হি-হি-হি-হি-হি!মা বললেন-'দেখেছ,দাদু তোমাদের কত ভালবাসেন! বুড়োমানুষ,এই শীতে কোথায় লেপ মুড়ি দিয়ে আরামে ঘুমাবেন,তা-নয় তোমাদের খুশি করার জন্য এত কাণ্ড করছেন!আপনাকে এক কাপ গরম চা দেব বাবা? ঠান্ডা লেগেছে নিশ্চয়ই-'
'ঠান্ডা নয় মা,ফ্যাঁচ! ঐ তুলোর গোঁফ এর সুড়সুড়িতে-হ্যাঁচ্চো!!'