arteducation

গুবরে আর পিঁপড়ে

গুবরে আর পিঁপড়ে 


বনবন্ করে বিজলীপাখা ঘুরছে, ভনভন্ করে একটা গুবরে পোকা উড়ছে । হঠাৎ ঠকাস  করে পাখার ঠোকর লাগল, ধপাস করে পোকাটা মাটিতে পড়ল। মাথাটা ঝনঝন করছে, পিঠটা টনটন্ করছে, চিৎপাত হয়ে গুবরেপোকা শুধু পা ছুঁড়ছে আর শুঁড় নাড়ছে-- কিছুতেই সোজা হতে পারছে না।


দুটো পিঁপড়ে সেখানে ঘুরছিল, ছুটে গিয়ে বাসায় খবর দিল— অমনি একদল পিঁপড়ে এসে হাজির


ছয়টা মোটা ডেঁয়ো পিঁপড়ে গুবরের ছয় পা কামড়িয়ে ধরল, দুজনে দুটো শুঁড় ধরল, আর যে  যেখানে পারে কাঁধ লাগাল, তারপর—“মারো ঠেলা,হেঁইয়ো! "- ঠেলতে ঠেলতে বেচারাকে ওরা বাসায় নিয়ে চলল।


অসহায় গুবরেকে দেখে রানুমিনুর দুঃখ হ'ল, দুটো কাঠি নিয়ে দুইবোনে পিঁপড়ে ছাড়াতে বসল। সহজে কি ছাড়ে ? অনেক কষ্টে সবগুলো ছাড়ান হলে, পোকাটা কাঠি আঁকড়িয়ে সোজা হয়ে বসল।


পিঁপড়েরা ভীষণ রেগেছে, কিছুতেই ছাড়বে না — আবার তখনি তারা গুবরেকে ঘিরে ফেলল- এই বুঝি ধরল!


হঠাৎ গুবরের পিঠের খোলাটা দু- ফাঁক হল, ভিতর থেকে একজোড়া ডানা বেরোল ফু-ড়-ৎ  করে সে উঠে পালাল—পিঁপড়েরা হাঁ করে চেয়ে রইল।


এই শীতে কোথায় রোগমুি

Post a Comment

Previous Post Next Post