আদুরে খুকু
খুকু অভিমানে গাল ফুলিয়ে বসে আছে।মা কেন ওকে ফেলে দাদুর বাড়ি চলে গেলেন?বললেন 'দাদুর অসুখ।তুমি সোনা-মেয়ে হয়ে পিসিমণির কাছে থেকো,আমি বিকালেই ফিরে আসবো।'
না' খুকু সোনা মেয়ে হবে না।পিসিমনের কাছে থাকবে না।কোথায় চলে যাবে, কেউ খুঁজে পাবে না।মা কাঁদবে বেশ!
মা ফিরে এসে দেখলেন ,খুকু নাই!কত ডাকলেন,খুকুর সাড়া নাই!পিসিমা বললেন 'এইতো ছিল,কোথায় গেল?সারাদিন মেয়ের কি কান্না,কত বায়না,কিছুতেই ভোলানো যায় না!'
মা দেখলেন,দরজার পর্দাটা নড়ছে-তার তলা দিয়ে ছোট্ট দুটি পা বেরিয়ে আছে।বললেন 'খুকুর জন্য ওর দিদা আমসত্ত্ব দিয়েছেন,মাসি চকলেট দিয়েছে-'এবার পর্দাটা একটু ফাক করে একটা চোখ দেখা গেল।'তা,খুকু তো বাড়ি নেই, ওগুলো আমরাই খেয়ে ফেলি?'
হুস করে পরদা সরে গেল-ঝুপ করে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে,খুকু বললো 'কই মা চকোলেট?আমসত্ত্ব কোথায়?'
Tags:
Bengali stories