arteducation

কাকুর কুমির

 কাকুর কুমির


 কাকু গেলেন,হাঁস শিকারে-নিয়ে এলেন, জ্যান্ত একটা কুমির ছানা! উঠনের চৌবাচ্চায় তাকে রাখলেন-নাম দিলেন 'জগমোহন।'


যগমোহন প্রকাণ্ড হাঁ করে,কাকু টপাটপ্ খাবার দেন,সে কপাকপ্ গিলে খায়-বাবলু টুবলু মজা দেখে।

এখন জগমোহন বেশ বড় হয়েছে-চৌবাচ্চায় কৈমাছ, উঠোনে শালিক চড়াই স্বীকার করে! হঠাৎ একদিন সে কেমন করে রাস্তায় পালিয়ে গেল!

তারপর যা কান্ড-হাউমাউ করে ছেলেপিলেরা ছুটল,ঘেউ ঘেউ করে কুকুর ডেকে উঠলো,দুমদাম করে দরজায় খিল পড়ল,'মারমার'করে কেউ কেউ লাঠি হাতে বেরিয়ে এলো-যেই জগমোহন খ্যাঁক্ খ্যাঁক্  করে তেড়ে গেল,অমনি তাড়া হুড়মুড়িয়ে পালালো!এবার এল,দারোয়ান ভীম সিং-মুগুরটা ধাঁ-ই করে মারবে,এমন সময়ে কাকু ছুটে এলেন'মেরো না!মেরো না !আমার পোষা কুমির!'


একটা কই মাছ জগমোহনের নাকের সামনে দোলাতে দোলাতে কাকু ছুটলেন-সুর সুর করে জগমোহন তার পিছনে চলল।

পাড়ার লোকে বলল-কি বিদঘুটে শখ বাবু!কুমির আবার কেউ পোষে নাকি?না মশাই,ওটাকে বিদায় করুন-কোনদিন কাকে কামড়াবে!'বাবাও বললেন,'ওকে না হয় আলিপুর চিড়িয়াখানায় দিয়ে এসো!'

কাকু বেচারা এখন প্রতি রবিবার চিড়িয়াখানায় যান-বোতল ভরা কৈমাছ নিয়ে,তার সাধের জগমোহনকে খাইয়া আসেন।

Post a Comment

Previous Post Next Post