ব্যাঙের নৌকা
নদীর ধারে ব্যাঙের বাসা।কত নৌকা এসে ঘাটে লাগে,কত লোক আসে যায়- দেখে দেখে,ছোট্ট ব্যাঙের ছানার সাধ হ'ল নৌকা চড়তে।
অনেক কষ্টে ছানাটা একটা নৌকাতে চড়ল,অমনি মাঝি তাকে ঠ্যাং ধরে ছুড়ে ফেলে দিল! মনের দুঃখে বেচারা বলল- 'ছোট্ট একটি নাও যদি গো পাইতাম,
নিজেই তারে বাইয়া চইল্যা যাইতাম!'
হঠাৎ জোরে হাওয়া বইল, ঘাটের পাশের বট গাছ থেকে শুকনো পাতা টুপটাপ ঝরে পড়ল। পাতাগুলো জলে পড়ে ভাসছে - ঠিক যেন ছোট্ট ছোট্ট নৌকার মতন! দেখেই ব্যাঙের ছানা ডেকে উঠল 'নাও? নাও? নাও? ' অমনি তার বাবা - মা, ভাই- বোন , দাদু - দিদা , সবাই ছুটে এল- 'বাঃ! কি সুন্দর নাও!'বলে, এক একজন এক একটা পাতায় চড়ে বসল।
ঘাসের দাঁর দিয়ে পাতার নৌকো বেয়ে, মনের আনন্দে গান গেয়ে, তারা ভেসে চলল-
(ছানারা)আমার এক নাও, তোমার এক নাও;
দাদার এক নাও, দিদির এক নাও;
বাবার এক নাও, মায়ের এক নাও;
দাদুর এক নাও, দিদার এক নাও;
জন জন নাও
(সকলে) 'নাও-নাও-নাও-নাও-নাও।'