arteducation

হনূ

 হনূ

দুপুরে ডালে বসে হনু ভাবছে,  'সকালে গাছ ভরা পেয়ারা দেখলাম, একদম খালি! হিংসুটে মালিটা বুঝি সব পেরে নিয়েছে?'


পাশেই মালির ঘর। উঁকি মেরে হনু দেখল মালী বৌ ঘুমিয়ে আছে। চুপি চুপি ঘুরে ঢুকে ,সে এদিক ওদিক তাকালো। মালীর কচি ছেলেটা মায়ের পাশে শুয়ে আপন মনে হাতে পা নেড়ে খেলছে আর হাসছে। হনুর ভারী মজা লাগল, সে খোকাকে কাতুকুতু দিল।দিতেই, ছেলেটা 'প্যাঁ-'করল। অমনি মালী বৌ ধড়মড়িয়ে উঠে, ছেলেকে ধরে হাঁউমাউ জুড়ে দিল! 

   

হনূ কিচির মিচির করে বলল, 'আরে বাপু ! ছানাটাকে একটু আদর করেছি তাতেই চেঁচামেচি  কিসের?'


মালী বউ আবার চোচালো- দাঁত খিচিঁয়ে তেড়ে আসচে গো-'

দুম্ দুম্  করে মালী ছুটে এল।তরাক্ করে হনূ জানালায় উঠল।একটা লাল গামছা  জানালায় ঝুলছিল, সেটাকে বগলে নিয়ে তরতর করে গাছে চড়ল।তারপর, মালিকে একটা ভেংচি  কেটে , 'হূপ' করে লাফ দিল পাশের বাড়ির আমগাছে। মালী বলল, 'মুখপোড়া নতুন  গামছাটা নিয়ে  পালালো!'খোকাকে  চুমু খেয়ে মালী বৌ বলল, 'আমার যাদু সোনাকে যে নিয়ে পালায়নি,  সেই  আমাদের ভাগ্যি।'

Post a Comment

Previous Post Next Post