দিদি
সকালে পড়া সেরে মিনু স্নান করতে গিয়েছিল।ফিরে এসে দেখল খোকন তার বই খাতার উপরে ঝুঁকে কি যেন করছে।
একগাল হেসে খোকন বলল 'দিদি' তি-থি'(চিঠি) ।মিনুর খাতা ভরে লাল নীল পেন্সিলের হিজিবিজি আঁকা ।দেখেই সে একেবারে হাঁউমাউ ক'রে উঠলো-'ও মাগো দেখো এসে খোকন কি করল,আমার এত কষ্ট করে লেখা সব নষ্ট করে দিল।' রেগে চেঁচিয়ে, খোকনকে ঠাস করে এক চড় মারবার জন্য হাতটা উঁচিয়ে মিনু তেরে গেল - 'খোকন তুই ভী-ষ-ণ-'বলতে যাচ্ছিল 'দুষ্টু' কিন্তু খোকনের মুখের দিকে চেয়ে হঠাৎ থেমে গেল।
কচিকচি দুধে দাঁত বের করে খোকন হাসছিল- দুইগালে ছোট দুটি টোল,চোখ দুটি উজ্জ্বল।ভাবছিল বুঝি ভারী বাহাদুরি করেছে, দিদি খুব খুশি হবে। কিন্তু একি হ'ল?দিদি কেন রেগে গেল!বেচারা কিছুই বুঝতে পারছে না-মুখের হাসি তার মিলিয়ে গেছে,ঠোঁট দুটি কাঁপছে,চোখ দুটি ছল-ছল।
ছোট্ট দিদি তাড়াতাড়ি ছোট ভাইটিকে কোলে তুলে নিল, চাটির বদলে দুই গালে চুমু খেয়ে বলল 'খোকন,তুই ভী-ষ-ণ মিষ্টু!'