arteducation

রাজা ও রানী

 রাজা ও রানী

'রাজা' হ'ল কুকুরের রাজা -  যেমন জাদরেল চেহারা,তেমনি তার তেজ!মনটাও তার দয়ালু- কখনো পাখি মারে না,পোষাবেড়ালটা বিরক্ত করলে, আ-স্তে থাপ্পড় মারে। 


রাজা যখন মাংস ভাত খায় রোগা লোমঝরাএকটা হ্যাংলা কুকুর দূর থেকে দেখে লেজ নাড়ে।রোজ একপা দুপা এগিয়ে, একদিন কুকুরটা কাছে এল, রাজার পাতের ভাত খেল- রাজা কিছুই বললো  না।সেই থেকে কুকুরটা এ বাড়িতেই রয়ে গেল।ভালো খাবার আর যত্ন পেয়ে ,সে বেশ সুন্দর হয়ে উঠল।তার নাম রাখা হ'ল  "রানী"।রাজা রানী দুজনেই পাহারা দেয়, বাড়িতে চোর আসতে পারে না,বাগানে গরু ছাগল ঢুকতে পায় না।একদিন একটা গো- সাপ বাগানে ঢুকে পড়ল - কুকুরের তাড়া খেয়ে,সেটা ছুটে গিয়ে পাশের নালার জলে ঝাঁপ দিল।


অমনি দুই কুকুর নালার দুই ধারে গিয়ে দাঁড়াল -  গোসাপ সাঁতরিয়ে যেই ওপারে উঠতে যায়, অমনি রানী তাকে তাড়া করে,আবার সাঁতরিয়ে এপারে এলেই, রাজা তাকে তেড়ে যায়! সাঁতার কেটে কেটে বেচারা যখন কাহিল হয়ে পড়ল তখন ওরা দয়া করে তাকে ছেড়ে দিল।


গোসাপ তীরে উঠেই চার পা ছড়িয়ে শুয়ে পড়ল,খানিক দাম নিয়ে, তারপর সুড়সুড় করে পালাল।

Post a Comment

Previous Post Next Post