arteducation

গল্প বলা

 গল্প বলা


“এক যে রাজা”— “থাম্ না দাদা,


রাজা নয় সে, রাজ পেয়াদা।”


“তার যে মাতুল”— “মাতুল কি সে?


সবাই জানে সে তার পিশে।”


“তার ছিল এক ছাগল ছানা”—


“ছাগলের কি গজায় ডানা?”


“একদিন তার ছাতের 'পরে”-


“ছাত কোথা হে টিনের ঘরে ?”


“বাগানের এক উড়ে মালী”-


“মালী নয়তো! মেহের আলি,”


“মনের সাধে গাইছে বেহাগ”-


“বেহাগ তো নয়! বসন্ত রাগ।”


“থও না বাপু ঘ্যাচা ঘেঁচি” 


“আচ্ছা বল, চুপ করেছি।” 


“এমন সময় বিছনা ছেড়ে, 


হঠাৎ মামা আস্‌ল তেড়ে, 


ধরল সে তার ঝুঁটির গোড়া—” 


“কোথায় ঝুঁটি? টাক যে ভরা।” 


“হোক না টেকো তোর তাতে কি? 


লক্ষ্মীছাড়া মুখ্য ঢেঁকি!


 ধত্ব ঠেসে টুটির 'পরে, 


পিট্‌ব তোমার মুণ্ডু ধ'রে— 


কথার উপর কেবল কথা, 


এখন বাপু পালাও কোথা?”

Post a Comment

Previous Post Next Post