arteducation

হাট

 হাট


রবীন্দ্রনাথ ঠাকুর


কুমোর পাড়ার গোরুর গাড়ি

 বোঝাই-করা কলসি-হাঁড়ি।

 গাড়ি চালায় বংশীবদন,

 সঙ্গে যে যায় ভাগ্নে মদন । 

হাট বসেছে শুক্রবারে 

বক্সীগঞ্জে পদ্মাপারে।

 জিনিসপত্র জুটিয়ে এনে 

গ্রামের মানুষ বেচে কেনে। 

উচ্ছে বেগুন পটল মুলো, 

বেতের বোনা ধামা কুলো, 

সর্ষে ছোলা ময়দা আটা, 

শীতের ব্যাপার নক্সা কাটা,

 ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,

 শহর থেকে সম্ভা ছাতা।

 কলসিওরা এখো গুড়ে 

মাছি যত বেড়ায় উড়ে। 

খড়ের আঁটি নৌকো বেয়ে

 আনল ঘাটে চাষির মেয়ে,

 অন্ধ কানাই পথের পরে 

গান শুনিয়ে ভিক্ষে করে।

 পাড়ার ছেলে স্নানের ঘাটে 

জল ছিটিয়া সাঁতার কাটে।

Post a Comment

Previous Post Next Post