arteducation

ভীতু নিতু

 ভীতু নিতু


রাতদুপুরে নিতুর ঘুম ভেঙে গেল । চোখ মেলেই, জানালা দিয়ে ঝলমলে চাঁদ দেখতে পেল ।


ওরে বাবা ! জানালার কোণে ওটা কি ? ঐ যে গোল, কালো, কিসের মাথা— চোর নাকি ? না,ওর দাদাতো বলেছে চোর ওখানে উঠতেই পারে না । তবে ? তবে কি ভূত ?



ভয়ে নিতু চিৎকার করতে গেল—গলা দিয়ে বিশ্রী একটা আওয়াজ বেরোল । দাদা সতু পাশেই শুয়েছিল, চমকে উঠে বলল, কি হল রে ?' বাবা মা ছুটে এলেন, “কি হ’ল নিতু ?


নিতু মাকে জড়িয়ে ধরে জানালার দিকে আঙুল দেখিয়ে কাঁপতে কাঁপতে বলল, ‘ভূ-ভূ-ভূ-ত ।’ সতু লাঠি নিয়ে জানালার কাছে গিয়ে বলল, “দেখি কেমন ভূত ? ভূতটা মিহিসুরে বলল 'মিউ!' তারপর লাফিয়ে নেমেই, লেজ তুলে দে-ছুট ! ভূত নয়, চোর নয়, কারো মাথা নয়, পাশের বাড়ির সেই কালো বেড়ালটা গুটিসুটি জানালায় বসেছিল !


তখন সকলের কি হাসির ধুম ! বেচারা নিতু লজ্জায় লেপের তলায় লুকিয়ে রইল ।

Post a Comment

Previous Post Next Post