খোকা আর পোকা
ও লে বাবা ! কামলাবে !' বলে খোকন তার ছোট লাঠি দিয়ে পোকা মারতে গেল । সবুজ শুঁয়োপোকা ।
রানু বলল—‘মেরো না খোকন, ও কামড়ায় না।' শুঁয়োপোকা দেয়াল বেয়ে উঠে এক কোণে গিয়ে থামল । তারপর নড়াচড়া নেই, খাওয়া-দাওয়া নেই, সেখানেই সেঁটে রইল ৷
ওরা রোজ পোকাটাকে দেখে, তার গায়ে জালের মত কি যেন জড়ানো । মা বললেন যে শুঁয়োপোকা নিজেই জালটা বানিয়েছে, যেমন মাকড়সা বানায় । জালের মধ্যে কিছুদিন ঘুমোবে, তারপর একটা মজা হবে ।
জালটা আরো ঘন আর গোল হল, পোকাটাকে আর দেখা যায় না! হঠাৎ একদিন খোকন চেঁচিয়ে উঠল—'পোজাপুতি পোজাপুতি !’
রানু মিনু গিয়ে দেখল পোকাটা জাল থেকে বেরিয়েছে। এখন আর সে শুঁয়োপোকা নাই। চমৎকার প্রজাপতি হয়ে গেছে ।
একটু পরে নীল ডানা মেলে সে বাইরে উড়ে গেল। বাগানে অনেক ফুল, মধু খেতে নানা রঙের প্রজাপতি আসে । নীল প্রজাপতি দেখলেই খোকন হাততালি দিয়ে বলে, 'ঐ যে আমাল পোজাপুতি ।’